মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৩টি পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলার দীঘির পাড় বাজারের ঐতিহ্যবাহী পশুর হাট, কাগাবলা বাজার ও সরকার বাজার এলাকার পশুর হাট সমূহে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা যায়, করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এ ৩টি পশুর হাটে পরিচালিত অভিযানে তাৎক্ষণিক ২৫টি মামলায় মোট ১০ হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুমন চন্দ্র দাশ, মরিয়ম জাহান, আসমা উল হুসনা, সানজিদা রহমান, হুমায়রা সুলতানা এবং অর্ণব মালাকার উপস্থিত ছিলেন।

এসময় হাটগুলোতে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

(একে/এসপি/জুলাই ৩০, ২০২০)