ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : এবারের ভয়াবহ বন্যায় হুমকির মুখে পড়েছে কালিয়াকৈর টু ধামরাই রোডের একটি নবনির্মিত কালভার্ট ও রাস্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে এই রোডের সেওড়াতলী এলাকায় একটি নতুন কালভার্ট নির্মাণ করা হয়েছে কিন্তু বংশী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে প্রচন্ডবেগে পানি ধেয়ে আসছে এই কালভার্টের নিচ দিয়ে ফলে নবনির্মিত কালভার্টের এক অংশে বড় আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও রাস্তার পাশে প্লাস্টারের বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সেওড়াতলী এলাকার জিন্নত মিয়ার সাথে কথা বললে তিনি জানান, যে প্রতি বছরই রাস্তার এই অংশে পানি উঠে রাস্তা ভেঙে যায় কিন্তু এবার নতুন করে কালভার্ট আর রাস্তা নির্মাণ হওয়ার মনে করছিলাম যে রাস্তা আর ভাঙবনা, তয় কালভার্টের কাজটা খুব একটা ভাল হয়নাই। তাইলে এইডা নতুন কালেই এমনে গর্ত হইতনা।

কালভার্টের এই গর্ত ও ভাঙন ঠেকাতে গর্তের অংশে বালি খোয়া দিয়ে ভরাট করে প্লাস্টার করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমানে বালু ও ইটের খোয়া ফেলে রাখা হয়েছে কালর্ভাটটির উপর।

(আইএস/এসপি/জুলাই ৩০, ২০২০)