নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে জনাকীর্ণ আদালতে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক জিয়া উদ্দীন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী হলো নওগাঁ সদর উপজেলার মির্জাপুর গ্রামের আ. রাজ্জাকের পুত্র সাইদুল হাসান চঞ্চল (৩২)।
মাললার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, বিগত ২০০৮ সালের এপ্রিল মাসে আসামী চঞ্চলের সঙ্গে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের তোজাম্মেল হোসেনের কন্যা জাকিয়া সুলতানা মনির বিয়ে হয়। ৩০ জুন রাতে আসামী চঞ্চল তার স্ত্রীকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ও পেটে ছুরিকাঘাত করে বিছানায় তাকে হত্যা করে। সকালে গ্রামবাসীরা টের পেয়ে ঘাতক স্বামী চঞ্চলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত মনির পিতা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আসামী চঞ্চল ১৬৪ ধারায় ম্যাজিষ্টেটের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে এলে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী অন্তে সন্দেহাতীত ভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় উপরোক্ত আদেশ প্রদান করেন। মামলাটি রাষ্ট্রপক্ষের এপিপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ ও আসামী পক্ষে এ্যাডভোকেট জয়নাল আবেদীন মিন্টু ও এ্যাডভোকেট শামীম আসাদ পরিচালনা করেন।
(বিএম/এএস/আগস্ট ১৪, ২০১৪)