পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : শনিবার বিষখালী ও বলেশ্বর নদী মোহনার পদ্মা গ্রামে বেরিবাঁধ ভেঙ্গে জোয়ারের জল ঢুকে এবং অতিবৃষ্টির  কারণে ক্ষতিগ্রস্ত ২৫০ জনের মাঝে ২০ কেজি করে সর্বমোট ৫ টন চাল বিতরণ করা হয়েছে।

বাঁধের ভিতরে হাজার হাজার মানুষের বসবাস। গত দুদিন ধরে অতঙ্ক বিরাজ করছে এখানকার মানুষের মাঝে। ইতিমধ্যে তলিয়ে গেছে আমনের বিজতলা, মাছের ঘের,উঠতি রবি শস্য সহ কয়েকশ বসতঘর। এই ক্ষতিগ্রস্থ্ পরিবারগুলোর জন্য ৫টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানিয়েছন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।

ক্ষতিগ্রস্ত দের মাঝে এই চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ.হুমায়ুন কবির সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

(এটি/এসপি/আগস্ট ২২, ২০২০)