গীতা রাণী ঘোষ

বাঙালি খ্যাত বীরের জাতি
গর্বে ফুলে প্রজন্মের ছাতি।
মা-এর ভাষায় বলতে কথা,
অর্জিতে দেশের স্বাধীনতা,
লক্ষ-লক্ষ বাঙালি
বুকের রক্ত দিল ঢালি।

জাতির শ্রেষ্ঠ সন্তান
শেখ মুজিবুর রহমান।
তাঁর নেতৃত্বে এলো স্বাধীনতা
কর্ম গুণে হলেন জাতির পিতা।
যাঁরে বধিতে ডরিল পাকিস্তান,
বাঙালি নিল তাঁর প্রাণ!
না, না, নয় তারা বাঙালি
স্বার্থন্বেসী, ক্ষমতার কাঙালি।
সপরিবারে হত্যা করে,
স্মৃতি মুছতে চায় চিরতরে।

বন্ধ করে বিচার কার্য,
ঘাতকরা চালায় শাসন কার্য।
ক্ষমতা দখলে রক্ত পাত ঘটে,
ইতিহাস প্রমান দেয় বটে।
পঁচাত্তরের পনেরই আগস্টের হত্যা
সে এক বিরল জঘন্যতা।
গুটি কয়েক কুলাঙ্গার ঘাতকে
কালিমা লেপে বীর বাঙালির মুখে।