সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : দলের আজ দুঃসময় আর এইসময়ে হান্নানশাহ্ সবসময় আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থাকতেন। তারা আন্দোলনের ভিন্ন ভিন্ন কৗশল অবললম্বন করতেন তাকে হারিয়ে দলে যে শুন্যতা তৈরি হয়েছে তা অপুরনীয়। বর্তমান সময়ে তাদের মতো নেতাদের অনেক প্রয়োজন ছিল। 

গত রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র কবরে পুস্পস্তবক অর্পন ফাতেফা পাঠ ও দোয়া শেষে এসব কথা বলেন। তার আগে তিনি কাপাসিয়া উপজেলা বিএনপির স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রয়াত নেতা হান্নান শাহ্’র কবর জিয়ারতের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সায়েদুল আলম বাবুল, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নানতুল ফেরদৌসী, যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক ফকির কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. লুৎফর রহমান, বিএনপি নেতা সোলায়মান মোল্লা, আজগর হোসেন খান, সেলিম হোসেন আরজু, জেলা কৃষক দল নেতা ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা মীর মাসুদ করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা প্রমূখ।

সকালে রুহুল কবির রিজভী জেলা বিএনপির নেতা ও বিশিষ্ট সাংবাদিক রাশেদুল হকের পারিবারিক দাওয়াতে কাপাসিয়ার চরখামের তার গ্রামের বাড়িতে আসেন।

(ওএস/এসপি/আগস্ট ৩১, ২০২০)