নওগাঁ প্রতিনিধি : আগামী ২৩ আগষ্ট শনিবার নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নওগাঁর ব্যবসায়ী মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নওগাঁ চেম্বারের নির্বাচনে এবার লড়াই হবে ‘আহম্মদে-মোহাম্মদে’।

ঠিক এমনই কথা ছড়িয়ে পড়েছে শহরের ব্যবসায়ি ভোটারদের মুখে মুখে। কার্যকরী পরিষদের ১৬টি পদে দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় নেমেছেন। প্যানেল দু’টি হলো, বর্তমান সভাপতি মেসার্স দ্বীন ইম্পেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে ‘সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ’ এবং মেসার্স আহম্মদ এ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আহম্মদ আলীর নেতৃত্বে “ব্যবসায়ী ঐক্য পরিষদ”। দু’টি প্যানেলের প্রার্থীরাই কোমড় বেঁধে মাঠে নেমেছেন। ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ফিরছেন তারা। প্রার্থীরা পুরো প্যানেলের জন্যই ভোট প্রার্থনা করছেন। শনিবার মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে তার প্যানেলের প্রার্থীরা ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। অপর দিকে আহম্মদ আলীর প্যানেলের প্রার্থীরাও ঘরে বসে নেই। ব্যবসায়ী ভোটারদের মতে এখন পর্যন্ত মোহাম্মদ আলী দ্বীনের প্যানেল নির্বাচনী প্রচারনায় এগিয়ে রয়েছে। সব কিছু মিলে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। সকল প্রার্থী নিজ প্যানেলকে বিজয়ী করতে মরিয়া হয়ে কাজ করছে।
(বিএম/এএস/আগস্ট ১৬, ২০১৪)