রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত ইয়াবা ব্যবসায়ী রায়হান কবির ২২০ পিছ ইয়াবা পাচারের সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করেছে। সে পৌর ৬নং ওয়ার্ডের বকশী বাড়ীর আবদুল মতিন ড্রাইভারের ছেলে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাসস্ট্যান্ড সংলগ্ন মুন্সি বাড়ীর সুপারী বাগান থেকে তাকে আটক করে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, রায়হান কবির সরকারদলীয় পরিচয় ব্যবহার করে গোপনে ইয়াবার পাইকারী ব্যবসায় জড়িত ছিল। ধৃত রায়হান কতিপয় নামধারী সংবাদকর্মীদের নিয়ে প্রায় ঢাকায় আসা যাওয়া করতেন। তাদের মূল কাজ ছিল ইয়াবা পাচার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ব্যবসা করে আসলেও পুলিশ তাকে ধরতে পারছিল না। তার এক বড় ভাই রায়পুরে দীর্ঘদিন ধরে পৌর ছাত্রলীগের আহবায়ক থাকার সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকায় আত্মগোপনে চলে যায়। পরে ব্যবসায় জড়িয়ে পড়ে রায়হান। পুলিশ বৃহস্পতিবার বিকালে তার বিপুল পরিমান ইয়াবা পাচারের খবর পেয়ে ওৎ পেতে এসআই নুরুল ইসলাম তাকে আটক করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, ২২০ পিছ ইয়াবা সহ রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

(ডিকেআর/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২০)