রংপুরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত এবং তার ছেলে ও নাতি গুরতর আহত হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনার এ ঘটনাটি ঘটে রংপুর-শ্যামপুর সড়কের নাজিরেরহাটে।
জানা গেছে, ওই পুলিশ সদস্য তার এক ছেলে এবং নাতিকে নিয়ে সকালে মোটর সাইকেলে নাজিরেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় উল্টোদিক শ্যামপুর থেকে একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পুলিশ সদস্য সুলতান আলম (৬০) মারা যান। এলাকাবাসী গুরতর আহত অবস্থায় তার ছেলে আরিফুজ্জামান রণি (৩০) ও নাতি আলমাস মোস্তফা ছোয়াদকে (৯) উদ্ধার করে স্থানীয় প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসকরা জানান, ছোয়াদের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তারা ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২০)