নওগাঁ প্রতিনিধি : শনিবার বিকেলে নওগাঁর ধামইরহাটে ট্রাক, ট্র্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইঊনিয়নের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার টিএন্ডটি এলাকায় গত ১৫ এপ্রিল জেলার মাতাজীহাট শাখা উদ্বোধনের সময় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৩৮) এর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে ট্রাক শ্রমিকদের জখম করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ট্রাক. ট্র্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৬৫০) ধামইরহাট শাখার সভাপতি আনোয়ার হোসেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ধামইরহাট শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আবু হানিফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, পত্নীতলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহান আলী বাবু, ধামইরহাট শাখার সহ সম্পাদক আ. রউফ, আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ মার্চ জেলা মোটর শ্রমিকের কতিপয় সদস্য প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ট্রাক পরিবহন শ্রমিক সংগঠনের অন্যতম সদস্য বাবু হোসেনের বাম চোখে মারাত্মক আঘাত করে। এতে তার চোখ নষ্ট হয়ে যায়। একই সংগঠনের সদস্য এনামুল হোসেন মিলনের বাম হাত ভেঙ্গে দেয়াসহ ফজলুর রহমান ও আফজাল হোসেনকে গুরুতর জখম করে। বক্তাগণ অবিলম্বে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
(বিএম/এএস/এপ্রিল ১৯, ২০১৪)