বিনোদন ডেস্ক : টেলিভিশন অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য হলিউডে প্রদান করা হয়ে থাকে এমি অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী প্রদান করা হয়ে থাকে পুরস্কারটি। যেমন বিনোদনধর্মী অনুষ্ঠান, সংবাদ ও প্রামাণ্যচিত্র অনুষ্ঠান এবং খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান।

এছাড়াও বিভিন্ন স্থানভিত্তিক অনুষ্ঠানের জন্য সারা বছর জুড়েই এ পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে আছে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, ডেটাইম এমি অ্যাওয়ার্ড প্রভৃতি।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল ৭২তম এমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের বিজয়ীদের তালিকা-

সেরা কৌতুক : শিটস ক্রিক (পপ)
সেরা নাটক : সাকসেশন (এইচবিও)
সেরা সীমিত সিরিজ : ওয়াচম্যান (এইচবিও)
সেরা অভিনেত্রী (কৌতুক) : ক্যাথরিন ও'হারা (শিটস ক্রিক)
সেরা অভিনেতা (কৌতুক) : ইউজিন লেভি (শিটস ক্রিক)
সেরা অভিনেত্রী (নাটক) : জেনডায়া (ইউফোরিয়া)
সেরা অভিনেতা (নাটক) : জেরেমি স্ট্রং (সাকসেশন)
সেরা অভিনেত্রী (সীমিত সিরিজ বা টিভি মুভি) : রেগিনা কিং (ওয়াচম্যান)
সেরা অভিনেতা (সীমিত সিরিজ বা টিভি মুভি) : মার্ক রুফালো (আই নো দিস মাস ইজ ট্রু”
পার্শ্ব অভিনেত্রী (কৌতুক) : অ্যানি মারফি (শিটস ক্রিক)
পার্শ্ব অভিনেতা (কৌতুক) : ড্যানিয়েল লেভি (শিটস ক্রিক)
সেরা টেলিভিশন মুভি : ব্যাড এডুকেশন (এইচবিও)

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২০)