মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দিনভর গুঞ্জণ আর নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় টিকিট নিশ্চিত করলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলহাজ্ব মিছবাহুর রহমান। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে মিছবাহুর রহমান জানান, গণভবনে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সন্ধ্যায় দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

মিছবাহুর রহমান বলেন, এসময় অন্যান্য প্রার্থীদের সাথে মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আমার নামও নিশ্চিত করা হয়।

সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবন গণভবনে দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সন্ধ্যায় দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম একে একে প্রকাশ করা হয়।
এর আগে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত হওয়ায় দলীয় মনোনয়ন পেতে ঢাকা কেন্দ্রিক জোর লবিং ও তদবিরে ব্যস্ত সময় পার করছিলেন বেশ কয়েকজন দলীয় নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন আগাম প্রচার-প্রচারণা।

এদিকে আওয়মীলীগের দলীয় মনোনয়নয় নিশ্চিতে জোর লবিং চালিয়েছেন সাবেক সংসদ সদস্য, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহর্ধমিনী সৈয়দা সায়েরা মহসীন,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, আওয়ামী লীগ নেতা এম.এ. রহিম (সি.আই.পি), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,স্বাধীনতা পদকে ভূষিত, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু হলে জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২০)