টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রবিবার (২৭ সেপ্টেম্বর) ‘ভিশন, মিশন অ্যান্ড অবজেকটিভস অব ডিপার্টমেন্ট : এ প্রসেস অব আউটকাম বেসড এডেুকেশন’ শীর্ষক দিনব্যাপী অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. মোজাহার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কর্মশালায় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. একে ওবায়দুল হক সহ সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও এসএ কমিটির দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২০)