রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্কুল ছাত্রী নীলা রায়সহ দেশজুড়ে নারীর ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা এবং ধর্ষনের মত অপরাধ অব্যাহত থাকার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা অবিলম্বে এসব অপরাধে জড়িতদের দ্রুত বিচার করারও দাবি জানান। 

রবিবার সকাল ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত হয় এই মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা বেগম।

বক্তারা বলেন, অব্যাহতভাবে নারীর ওপর নির্যাতন চলছে। এ নিয়ে থানা পুলিশ করলেও খুব বেশি ফল লাভ হচ্ছে না। অপরদিকে লাগামহীন গতিতে বেড়েই চলেছে সহিংসতা, নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ নানা অপরাধ। এ প্রসঙ্গে তারা নীলা হত্যা, খাগড়াছড়িতে পাহাড়ি উপজাতি গণধর্ষণসহ কয়েকটি নৃশংস হত্যা, ধর্ষণ ও আত্মহননের দৃষ্টান্ত তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, ওবায়দুস সুলতান বাবলু, আলি নুর খান বাবুল, তহমিনা খাতুন, মহিলা পরিষদের সেক্রেটারি জোসনা দত্ত, সাবেক পৌর কাউন্সিলর বিউটি আরা খাতুন ।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২০)