ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু।

ভোটগ্রহণ শেষে শনিবার রাতে চ্যানেল আইয়ের 'টু দ্য পয়েন্ট' অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে নব নির্বাচিত এমপি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভূতভাবে 'থুতু নিক্ষেপ' করেন।

নুরুজ্জামান বিশ্বাস এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় এবং তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগী, নির্যাতিত ও একজন সৎ নেতা হিসেবে বিশ্বাস এলাকার মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

এছাড়া নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী প্রেসক্লাবের একজন আজীবন সদস্যও বটে। প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনে পক্ষে বিপক্ষে আলোচনা এবং টকশোতেও উত্তেজনাপূর্ন আলোচনা সবসময় দৃশ্যমান। কিন্তু শনিবার রাতে হাবিব ন্যাক্কারজনক আচরণে মুক্তিযোদ্ধাকে অবমাননার সাথে সাথে রাজনৈতিক শিষ্টাচার চরমভাবে লংঘন করছেন।

একজন সংবাদকর্মী হিসেবে আমি এই অশালীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই আচরণের হাবিবকে তার রাজনৈতিক জীবনের এক সময়ের গুরু নূরুজ্জামান বিশ্বাস এমপির নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। এই বিষয়েে হাবিব দুঃখ প্রকাশ না করা পর্যন্ত সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের তার নিউজ বর্জন এবং টকশোতে আমন্ত্রণ না জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২০)