মাগুরা প্রতিনিধি : “স্বাস্থ্য সেবা এখন মানুষের দোর গোড়ায় পৌঁছেছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপিত হওয়ায় বর্তমানে স্বাস্থ্য সেবা দেশের মানুষের জন্য খুব সহজ লভ্য হয়েছে”। গতকাল শনিবার দুপুরে  মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে  ‘শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক’ এক ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য দেশের মানুষের দোর গোড়ায় পৌঁছানোর স্বপ্ন ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের । তারই ধারাবাহিকতায় আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু’র সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। নিরাপদ মাতৃত্বের ফলে দেশে আজ শিশু মৃত্যু হার কমেছে।

শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্প নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী জালাল উদ্দীন পরিচালক (প্রশাসন ও অর্থ) গনযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রনালয় ঢাকা, মোঃ মাহবুবুর রহমান- উপপরিচালক স্থানীয় সরকার মাগুরা, ডাঃ প্রদীপ কুমার সাহা সিভিল সার্জন মাগুরা, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যড. কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যড. শ্যামল কুমার দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

ওরিয়েন্টেশনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিত সহ মোট ৪০ জন অংশ গ্রহণ করেন।

(ডিসি/এসপি/অক্টোবর ০৩, ২০২০)