সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে ট্রলি সহ অন্যন্য যানবাহন চলাচল করার অপরাধে ভ্রাম্যমান আদালত বিভিন্ন যান বাহনের কাছ থেকে জড়িমানা আদায় করেন। গতকাল সকাল থেকে বিকেল পযর্ন্ত ভ্রাম্যমান আদালত উপজেলার নিষেধাজ্ঞা সড়ক থেকে এ জড়িমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.ইসমত আরা।

এ সময় ট্রলির মালিক রফিকুল ইসলাম কে ২ হাজার টাকা, পিকাপ মালিক কে ৩ হাজার টাকা, আমরাইদ বাজারের দোকানী কে ৫ হাজার ,তঁরগাও মোড় এলাকায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সম্প্রতি এক প্রজ্ঞাপনে কাপাসিয়ার যানজট নিরসনে সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত কাপাসিয়া বাসট্যান্ড মোড় হতে সাফাইশ্রী মোড় পর্যন্ত ট্রাক, ড্রাম ট্রাক ট্রলী কভার্ডভ্যান,টমটম, নসিমন চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় । এ সকল পরিবহন গুলোকে বাইপাস সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হল। প্রজ্ঞাপন অমান্য করে রাস্তায় চলাচল করায় এ জরিমানা করা হয়।

(এসকেডি/এসপি/অক্টোবর ০৪, ২০২০)