রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতীয় পাথর বোঝাই একজন ট্রাক চালককে ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার সন্ধ্যায় বাংলাদেশে আমদানিমুখী ট্রকিভর্তি( ডব্লিউবি- ৭৬এ ২৪০৫) পাথর নিয়ে ওই চালক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেন। ওই পণ্য কাষ্টমস এর কাছ থেকে ছাড় করায় সাতক্ষীরার আলীপুরের সিএণ্ডএফ মেসার্স আব্দুস সবুর। চালকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, আটক ভারতীয় চালকের নাম জহুরুল ইসলাম। তাকে পাথর বোঝাই গাড়ি ও ফেন্সিডিল সহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরকে/এসপি/অক্টোবর ০৮, ২০২০)