নড়াইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নড়াইলের লোহাগড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক ছাত্রদল কর্মীর নামে মামলা হয়েছে। তবে পুলিশ অভিযুক্ত ছাত্রদল কর্মীকে আটক করতে পারেনি। 

সোমবার দুপুরে লোহাগড়া থানায় এ মামলা করেন ছাত্রলীগের লোহাগড়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি সৈয়দ আহসান হাবিব (গিয়াস)। অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম মামুন শিকদার (২৫)। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ইতনা গ্রামের ফুলমিয়া শিকদারের ছেলে।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’


(আরএম/এসপি/অক্টোবর ১২, ২০২০)