কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকা থেকে হেনা বেগম নামে (৪০) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

তবে, নিহতের স্বজনদের দাবী পরকিয়া সন্দেহে তাকে হত্যার পর ফাসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে; জানা যায়, প্রতিদিনের মত ওই গৃহবধু তার স্বামীর সাথে খাবার খেয়ে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে তার স্বামী হেনা বেগমকে ঘরে রেখে বাড়ির পাশে জমিতে আর্বজনা পরিস্কার করতে যান। একটু পরে বাড়িতে ছোট ভাইয়ের স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশেপাশে লোক ছুটে আসে। স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক; তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে, নিহতের স্বজনদের দাবী, ছোট ভাইয়ের সাথে পরকিয়া সর্ম্পক সন্দেহে ছোট ভাইয়ের স্ত্রী ও শ্বাশুড়ি তাকে হত্যা পর ঘরে ঝুলিয়ে রাখে।

কালিয়াকৈর থানা পুলিশের এসআই সামসুজোহা জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।

(আইএস/এসপি/অক্টোবর ১৩, ২০২০)