রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম পৌর এলাকার বকস্পীাড়ার একটি বাঁশঝাড় থেকে মোছাঃ লিমু (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার কামরুজ্জামনের স্ত্রী বলে প্রতিবেশীরা জানিয়েছে। 

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, দুই সন্তানের জননী গৃহবধূ লিমু দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো ১২ অক্টোবর সোমবার রাতে খাবার খেয়ে সকলে মিলে ঘুমিয়ে পড়েন। ১৩অক্টোবর মঙ্গলবার সকালে নিহত গৃহবধূর বাড়ির পাশ্ববর্তী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমাণ পাওয়া গেছে । তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নিহত লিমুর বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি পাশাপাশি বলে প্রতিবেশীরা জানায়।

(পিএস/এসপি/অক্টোবর ১৩, ২০২০)