স্পোর্টস ডেস্ক : এমন উইকেট, বিরাট কোহলিও ধুঁকলেন। ২৮ বলে হার না মানা ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি হাঁকাতে পারলেন মাত্র একটি। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের জন্য সব উইকেটই যেন এক। কোহলি সামনে অপরপ্রান্তে দাঁড়িয়ে দেখলেন কি অবলীলায় বল আছড়ে ফেলছেন প্রোটিয়া তারকা।

শারজায় সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেললেন ডি ভিলিয়ার্স। বিধ্বংসী যে ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে ছিল ৬টি ছক্কার মার।

তার ওমন ইনিংসে ভর করেই ২ উইকেটে ১৯৪ রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তুলতে পারে কলকাতা। উইকেটটা যে কেমন কঠিন ছিল, বোঝাই যাচ্ছে।

সুপারহিউম্যান বা অতিমানব ছাড়া এমন ব্যাটিং সম্ভব নয় বলেই মনে করেন কোহলি। তার ভাষায়, ‘শারজায় বড্ড শুকনো একটা উইকেটে আমরা খেললাম। একজন অতিমানব ছাড়া সেখানে আমরা সবাই অস্বস্তিতে ছিলাম। এবি দুরন্ত ওই ইনিংসটা না খেললে কখনওই আমাদের রান ১৯৪ হয় না। আমি তো ভেবেছিলাম, বেশি হলে ১৬০ বা ১৬৫-এর মতো রান তুলতে পারব।’

কোহলি যোগ করেন, ‘ও উইকেটে আসার পরে ভাবছিলাম এবার বড় শট খেলব। বল কম আসছিল ব্যাটে। কিন্তু আমার দরকারই পড়ল না। এবি তিন নম্বর বলটাই মারার পরে জানাল, ছন্দ পেয়ে যাচ্ছে। আর আমি সেরা জায়গায় দাঁড়িয়ে ওইরকম অবিশ্বাস্য ইনিংস দেখলাম।’

দক্ষিণ আফ্রিকা দলের সাবেক অধিনায়কের ইনিংস দেখে মুগ্ধ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী তো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারই আহ্বান জানালেন ডি ভিলিয়ার্সকে। তিনি মঙ্গলবার টুইট করেন, ‘এবার আসল জিনিসটা বেরিয়ে এসেছে। কাল রাতে যা দেখলাম তা অতিলৌকিক কিছু। কঠিন এই সময়ে এবি ডিভিলিয়ার্সের মতো ইনিংসেরই দরকার ক্রিকেটের। তুমি অবসর ভেঙে ফিরে এসো। তুমি থাকলে এই খেলাটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।’

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০২০)