রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে জরুরী বিভাগ এবং ৫০০ শয্যার চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। বুধবার সকাল ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাালের দোতলার একটি  কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্টার্ণ ডাক্তার কাঙ্খিতা মণ্ডল তৃণা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জরুরী বিভাগ চালুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি পেশ এবং রক্তদান কর্মসূচী পালন করেও এই দাবি পূর্নতা লাভ করেনি। অভিযোগ করে তারা বলেন, কর্তৃপক্ষের আশ^াস এবং ভয়ভীতিতে এসব আন্দোলন স্থগিত হয়ে যায়।

লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সর্বশেষ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচী পালন করেন এবং কর্মবিরতিতে যান। এরপর ২৯ সেপ্টেম্বর এক জরুরী সভায় কর্তৃপক্ষ জানিয়ে দেন আগামী ১১ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করা হয় যে, জরুরী বিভাগ চালু না হওয়ায় সাতক্ষীরার ২২ লাখ মানুষ যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি শিক্ষার্থীরা তাদের হাতেকলমে শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছেন। পেশাগত জীবনে এই বঞ্চনা তাদের জন্য ক্ষতির কারণ বলে উল্লেখ করেন তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম মেহেদী, সদস্য সচিব ডা. নয়ন চন্দ্র হালদার, ডা. আজমল হোসেন সহ ৩৬ জন শিক্ষার্থী।

এদিকে এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বলেন, জরুরী বিভাগ এবং ৫০০ শয্যার চিকিৎসা সেবা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এজন্য পদ না থাকলেও অতিরিক্ত ৫ জন ডাক্তারকে সাতক্ষীরায় নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় তা চালু করা যাচ্ছে না।

(আরকে/এসপি/অক্টোবর ১৪, ২০২০)