বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জনতার মুখোমুখি হয়েছে অওয়ামী লীগ,বিএনপি  ও জাতীয় পার্টির  তিন চেয়ারম্যান প্রার্থী। আজ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আগামী ২০ অক্টোবর শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও দি হাঙ্গার প্রজেক্টের খুুলনার আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় জনতার মুখোমুখি হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপি মনোনীত প্রার্থী খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিন চেয়ারম্যান প্রার্থী। ব্যাতিক্রম এ অনুষ্ঠানে নতুন ভোটার, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জেলে, শ্রমজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/অক্টোবর ১৪, ২০২০)