স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় রবি সরেন (২২) নামে এক আদিবাসী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

দিনাজপুর জেলা দায়রা স্পেশাল জজ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দীন আহম্মেদ স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার দুপুরে এই রায় প্রদান করেন।

দিনাজপুর জেলা দায়রা জজ আদালত সুত্রে মামলার বিবরণে জানা যায়,২০১৫ সালের ২সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার মৌ গ্রামের আদিবাসী যুবক রবি সরেন ৫ম শ্রেনীর এজ ছাত্রীকে লোভ দেখিয়ে ধর্ষণ করে।এ ঘটনায় মেয়ের বাবা মদন মহন রায় বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দীন আহম্মেদ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিমানা করেন।

দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন জানান, ২০১৫ সালেরে ২ সেপ্টেম্বর দুপুরে রবি সরেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রবি সরেন পালিয়ে যান। পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে রবি সরেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর বীরগঞ্জ থানা-পুলিশ রবি সরেনকে আটক করে।একই বছরের ২২ সেপ্টেম্বর বীরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রধান মামলাটি তদন্ত রিপোর্ট রবি সরেনের বিরুদ্ধে আদালতে পেশ করেন। ১০জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার এ রায় দেয়া হয়।

মামলা পরিচালনা করেন, রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি (সরকারি কৌশলি) তৈয়বা বেগম ও আসামি পক্ষে মোঃ মোকলেসুর রহমান দুলাল।

(এস/এসপি/অক্টোবর ১৪, ২০২০)