বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় একটি অবৈধ বরিং ড্রেজার জব্দ এবং মালিককে অর্থ ও কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন তার কার্যালয়ে তাৎক্ষণিক আদালত বসিয়ে ড্রেজার মালিক তরিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ড্রেজার মালিক তরিকুল ইসলাম উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের সাখাওয়াত মৃধার ছেলে। তিনি কয়েকদিন ধরে খোন্তাকাটা ইউনিয়নের তালতলী এলাকার খালে ড্রেজার স্থাপন করে ভূ-গর্ভস্থ বালু তুলছিলেন।

ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, তরিকুলকে কয়েকমাস আগে সতর্ক করা হয়েছে। কিন্তু তা অমান্য করে আবার অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই বরিং ড্রেজার পরিবেশের ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপজেলার বিভিন্ন এলাকায় আরো যেসব এই ড্রেজার রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

(এসএকে/এসপি/অক্টোবর ১৫, ২০২০)