বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আযোজিত বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

শুক্রবার খাদ্য দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ‘সবাইকে নিয়ে এক সঙ্গে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ ।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল হাকিম, জেলা কৃষি সম্প্রসান অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি এবং খাদ্য বিতরণ ব্যবস্থা সুনিশ্চিতকরণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাজার বিপণন সহজতরো করে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

(এসএকে/এসপি/অক্টোবর ১৬, ২০২০)