রাজন্য রুহানি, জামালপুর : ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালু আনতে যাবার সময় মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চাপায় তোফাজ্জল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জামালপুরের মেলান্দহে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের চৌরাস্তা মোড়ে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঘটে এ দুর্ঘটনা।

নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তোফাজ্জল হোসেন সকালে বাড়ির সামনে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। ওই রাস্তা ধরেই প্রতিদিন ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাক্টরে পরিবহন হয়। প্রতিদিনের মতো আজও মাহিন্দ্র ট্রাক্টর চালক আসাদ ওই রাস্তা ধরে বালু আনতে যাচ্ছিলেন। এ সময় আসাদের বেপরোয়াভাবে চালিত ট্রাক্টর তোফাজ্জল হোসেনকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর চালক আসাদ ট্রাক্টর ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

(আরআর/এসপি/অক্টোবর ১৭, ২০২০)