নোয়াখালী প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে ব্র্যাকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুব পুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় আইয়ুবপুর স্ব-নির্ভর পল্লীসমাজের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক ও সম্প্রতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাইফুল ইসলামের সঞ্চালনায় ও আইয়ুবপুর পল্লীসমাজের সভাপ্রধান শামছুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার।

বক্তারা বাল্য বিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি গঠন ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি মেলায় বালিশ পাচার খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২০)