স্পোর্টস ডেস্ক, ঢাকা : সফরকারী ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মাত্র তৃতীয় দিনেই লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হলো। ফলে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে সিরিজ হারলো ধোনি বাহিনী। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয় ভারত। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের প্রথম ৪৮৬ রান সংগ্রহ করে।

ভারতের জয়ের জন্য টারগেট দাঁড়ায় ৩৩৯ রান। কিন্তু এ রান তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ইনিংস ও ২৪৪ রানে জয় পায় ইংলিশরা।

(ওএস/পি/আগস্ট ১৮, ২০১৪)