রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ভাড়ায় মোটর সাইকেল চালক জিয়াউল হক হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে দু'জনকে। দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট নির্মল কান্তি ভদ্র সাংবাদিকদের জানান, ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের সামিউল হকের পুত্র জিয়াউল হক (৩২) ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। ২০১১ সালের ৫ অক্টোবর সকালে মোটর সাইকেল ভাড়া নেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নেন পাশ্ববর্তী কড়ইতার গ্রামের নবা খানের পুত্র মাহবুবুর রহমান ওরফে বুলবুল। মোটর সাইকেল চালক জিয়াউল হককে শ্বাসরোধে হত্যার পর মোটর সাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের একটি ধান ক্ষেত জিয়াউলের লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় জিয়াউলের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে ২০১১ সালের ৬ অক্টোবর মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পলাতক আসামি মাহবুবুর রহমান ওরফে বুলবুলকে ৩০২ ধারায় মৃত্যুদনণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় আরও ২ বৎসর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর আসামি মেলান্দহ উপজেলার মাঝবন্দ গ্রামের নুর মোহাম্মদের পুত্র মনির ও গোবিন্দপুর গ্রামের সুলতানের পুত্র বাবুকে ৩০২/৩৪ ধারার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডবিধির ৩৭৯ ধারার অপরাধে আরও ২ বৎসর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় প্রদানের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/অক্টোবর ১৮, ২০২০)