রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার মন্ডপে মন্ডপে শিল্পীরা শেষ মূহুর্তের ব্যস্ততায় দুর্গা প্রতিমাগুলির রং পালিশ করছেন। বুধবার দেবীর বোধনের আগেই সব কাজ শেষ হবে বলে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। এবার দেবী দুর্গা ধরাধামে আসবেন দোলায় চেপে। আর গমন করবেন গজের পিঠে। সব পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও দায়িত্ব পালন করবেন স্ব্চ্ছোসেবকরা। 

জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন কুমার শীল জানান সাতক্ষক্ষরা জেলায় এবার ৫৬৪ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে এবার প্রতিমার সংখ্যা কিছুটা কমেছে।

তবে স্বাস্থ্যবিধি মেনে সাড়ম্বরে উদযাপিত হবে দুর্গাপূজা। এবারও জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ১৭০ টি প্রতিমা উঠেছে তালা উপজেলায়। এছাড়া সাতক্ষীরা সদরে ১০৭, আশাশুনিতে ১০৫, শ্যামনগরে ৬৭, কালিগঞ্জে ৫২, কলারোয়ায় ৪২ এবং দেবহাটা উপজেলায় ২১ টি মন্ডপে দুর্গা প্রতিমা স্থাপিত হয়েছে।

(আরকে/এসপি/অক্টোবর ১৯, ২০২০)