সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সুন্দর কেন্দুয়া গড়তে ধর্ষণ, জুয়া, মাদক ও গরু চুরি রোধে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। সকলকে এ আহ্বানে সাড়া দিয়ে নতুন প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার প্রচেষ্টা চালাতে হবে। মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সব সদস্যরা এ আহ্বান জানান। 

সোমবার দুপুরে মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মইন উদ্দিন খন্দকার।

সভায় জুয়া, মাদক, ধর্ষণ, গরু চুরি, রাস্তায় যাত্রী হয়রানি রোধে দাবি তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা , ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন ও সাবেক কমান্ডার গোলাম জিলানী, মো: বজলুর রহমান, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, ক্রিড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রাখান বিশ্বাস, গড়াডোবা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু এবং বলাইশিমুল ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক প্রমূখ। সভায় কেন্দুয়া বাজারের অবৈধ স্থাপনা, মজা পুকুর ভরাট সহ বাজারটিকে দৃষ্টিনন্দন করার দাবি তোলা হয়। সদস্যদের আহ্বানে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, সকল প্রকার অপরাধ দমনে সকলের আন্তরিক সহযোগিতা চাই।


(এসবি/এসপি/অক্টোবর ১৯, ২০২০)