টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক ব্যক্তিকে শাড়ি-লুঙ্গি, ধুতি-পাঞ্জাবি এবং স্থানীয় ৮টি পূজা মন্ডপে ১৬ বস্তা উন্নতমানের চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) নারান্দিয়া ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি মাসুদ তালুকদার ওই বস্ত্র ও চাল বিতরণ করেন।

এ সময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য আলী হোসেন তালুকদার বাচ্চু, সমাজ সেবক তারা মন্ডল, হিন্দু সমাজের নেতা অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, চন্ডীচরণ তালুকদার, দীপেশ চন্দ্র ভৌমিক বলাই, স্বপন কুমার চক্রবর্তী, মাধাই চন্দ্র দাস, গোপিনাথ মোদক, নন্দলাল মোদক, গোবিন্দ চন্দ্র আর্য সহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. লীগ নেতা মাসুদ তালুকদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। একে অপরের পরিপূরক ও সুখে-দু:খের বন্ধু। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে ছিলাম, আছি ও থাকবো।

(আরকেপি/এসপি/অক্টোবর ২০, ২০২০)