সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। করোনা দূর্যোগ শুরুর ৭ মাস পর বুধবার দুইভাগে বিভক্ত হয়ে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন।

উপজলা পরিষদ মিলনায়তনে দীর্ঘদিন পর মতবিনিময় সভায় একত্রিত হয়ে কথা বলতে পেরে শিক্ষকরা হাপ ছেড়েছেন। নবাগত শিক্ষা কর্মকর্তা বলেন, শিশুরা আছে বলেই আমরা আছি। তাদের যতœ, খোজ-খবর নিতে হবে। অনলাইনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মনের বিকাশ ঘটাতে হবে।

মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা আরো বলেন, ১শ ৮২টি বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্লিপের যেসব অর্থ বরাদ্দ এসেছে, সেসবের সঠিক কাজ হয়ে না থাকলে আগামী মাসের ৭তারিখের মধ্যে দৃশ্যমান কাজ বুঝাতে হবে। করোনা দূর্যোগকালে বিদ্যালয়ের উন্নয়নের কোন প্রকার অনিয়ম হয়ে থাকলে তা মেনে নেয়া হবে না। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে অনিয়ম দুর্নীতি হয়ে থাকলে তা কোনভাবেই মেনে নেব না। শিক্ষকদেরকে আগামী ৭ নভেম্বরের মধ্যে দৃশ্যমান কাজ দেখাতে বলা হয়েছে। এর ব্যাতিক্রম হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(এসবি/এসপি/অক্টোবর ২১, ২০২০)