নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাকের চালক তারেক রহমান (৩৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাড়ি রাজবাড়ী জেলার কোলারহাট গ্রামে। আহত ৫ বাসযাত্রীকে বনপাড়াস্থ বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কমপক্ষে আরও ১০ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহী গামী রাজকীয় পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পৌর মেয়র কেএম জাকির হোসেন, ইউএনও জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসায় খোঁজ-খবর নিয়েছেন।

(এডিকে/এসপি/অক্টোবর ২২, ২০২০)