বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে দিনভর মুষলধারে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে বয়ে যাছে ঝড়ো হাওয়াও। মুষলধারে বৃষ্টিপাতের কারনে মোংলা বন্দরের আউটার এ্যাংকরেজসহ জেটিতে পন্য ওঠানামা ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত চলতে পারে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে বাগেরহাট জেলার কয়েক হাজার চিংড়ি খামার। এমনটাই আশঙ্কা করছে চিংড়ি খামারীরা। তবে, অসময়ে ভারী বর্ষনে শীতকালিন সবজির উৎপাদন ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

(এসএকে/এসপি/অক্টোবর ২২, ২০২০)