সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার ৪৩টি সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন, নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। 

রবিবার সকাল থেকে গন্ডা, সান্দিকোনা, রোয়াইলবাড়ি, পাইকুড়া, চিরাং সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রাখাল বিশ্বাস জানান, এম.পি অসীম কুমার উকিল ৪৬টি পূজা মন্ডপের মধ্যে সার্বজনীন ৪৩টি মন্ডপের প্রত্যেকটিতে ৩ হাজার টাকা করে ব্যক্তিগত অনুদান প্রদান করেন। করোনাকালে পূজারীদেরকে স্বাস্থ্যবিধি মেনেচলার পরামর্শ দেন। অপরদিকে গড়াডোবা, আশুজিয়া, দলপা, সাজিউড়া সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল। তিনি ধর্ম যার যার উৎসব সবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক এ অমর বানীকে হৃদয়ে ধারন করে যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

(এসবি/এসপি/অক্টোবর ২৫, ২০২০)