রাজন্য রুহানি, জামালপুর : জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা যুবদলের উদ্যোগে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এর আগে একই স্থানে জেলা যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সহ-সভাপতি আরিফ আহমেদ শুভ, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সোলায়মান হোসেন, সোলে, সহ-সাংগঠনিক সম্পাদক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বাবু, আলম হোসেন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, প্রচার সম্পাদক কাইসার আহমেদ কাজল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষকদের রামরাজত্ব চললেও তাদের লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ। আজ নারীরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নেই। চরম আতংকের মধ্যে দিন কাটছে তাদের। ধর্ষণরোধে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০২০)