নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় চরজব্বার থানায় মামলা করেছে ভুক্তভোগী নাসির উদ্দিন। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে আহত ব্যবসায়ীর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে উপজেরার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিল উল্যাহকে (৪০) প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ইউপি সদস্য খলিলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা ঘটনার সাথে আমি জড়িত নয়। শুনেছি জায়গাজমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জসিমদের সাথে প্রতিপক্ষের হাতাহাতি হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত খলিল মেম্বারসহ সকল আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবীকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। আহত জসিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

(এমএস/এসপি/অক্টোবর ২৭, ২০২০)