রাজন্য রুহানি, জামালপুর : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কল্পিত ব্যাঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছেন জামালপুর দরবার শরীফের ভক্ত ও অনুসারীসহ ধর্মপ্রাণ মুসলমানরা।

বুধবার সকালে শহরের তমালতলা মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মো. মজিবর রহমান মোজাদ্দেদীর সভাপতিত্বে বক্তব্য দেন হযরত মাওলানা রওনকুল ইসলাম, আব্দুল আওয়াল চিশতী, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে মুসলিম উম্মাহের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে প্রবলভাবে আঘাত করা হয়েছে। জেনে-বুঝে বারবার মুসলিম জাতির ওপর এমন আঘাত হানছে ইহুদিরা। বিশ্বের মুসলিমরা তাদের চক্রান্ত রুখে দেবে।

এছাড়া ফ্রান্সের বিরুদ্ধে জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানোর দাবি জানান বক্তারা। সেইসাথে মানববন্ধনে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়।

(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০২০)