আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘‘মুজিব বর্ষের মুল মন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগনের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়া ও পুলিশকে জনগনের সকল কাজে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

মহামারী করোনা প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে প্রতিরোধসহ সামাজিক সচেতনতামুলক পুরিশিং কার্যক্রমের উপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, উপজেলা আওমামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২০)