রাজন্য রুহানি, জামালপুর : 'মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র', প্রতিপাদ্যে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  স্বাস্থ্যবিধি মেনে শনিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর পুলিশ লাইনসে এক সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।

নারীসহ নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার।সদর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মহব্বত কবীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ.জলিল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলার সুষ্ঠু প্রয়োগে জনগণের সহযোগিতা অনস্বীকার্য। এজন্য কমিউনিটি পুলিশিংয়ে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ-জনগণের যৌথ প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ করা যায় সহজেই।

কেউ কেউ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে পুলিশের সম্পর্কের উন্নতি হবে। সেই সাথে জনগণের কাছ থেকে পুলিশ সঠিক তথ্য পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার বলেন, অপরাধী ও মাদক ব্যবসায়ীদের দিন শেষ। জনগণ ও পুলিশের যৌথ প্রয়াসে অপরাধ সমূলে উৎপাটিত হয়ে সোনার বাংলা গড়ে উঠবেই, এটা আমার বিশ্বাস।

পুলিশ কর্মকর্তা, উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, মসজিদের ইমামসহ নানা শ্রেণিপেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

(আরআর/এসপি/অক্টোবর ৩০, ২০২০)