সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে গৃহবধূর উপর হামলা মামলায় জামিনে এসে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, ভূমি বিরোধের জেরে পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডে এক গৃহবধূর উপর হামলা করে একই বাড়ীর ছেরাজুল হক ও তার ছেলে সামির(২২) এবং সানজিদ (১৯)। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী রুহুল আমিন বাদী হয়ে ফেনী আদালতে মামলা দেন। পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে ফেনী আদালতে সোপর্দ করেন। জামিন পেয়ে পরদিন দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও ভিকটিমকে হত্যার চেষ্টা চালায় ছেরাজুল হকের ছেলে সামির ও সানজিদ। বাড়ীর লোকজন এসে তাদেরর রক্ষা করেন। হত্যা চেষ্টার ঘটনায় রুহুল আমিন সোনাগাজী থানায় জিডি করেছেন।

তিনি জানান, ভূমি বিরোধ ও স্ত্রীর উপর হামলার ঘটনায় মামলা দেয়ার পর জামিনে এসে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তার পরিবারের উপর হামলা চালিয়েছে আসামীরা।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সিআর মামলায় উক্ত আসামীরা জামিনে আছেন। জামিনে এসে বাদী ও ভিকটিমকে হত্যার হুমকির বিষয়ে জিডি করেছে, তা তদন্তাধিন আছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এম/এসপি/অক্টোবর ৩০, ২০২০)