ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন করোনাজয়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম। মাস্ক না পড়ায় ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ০৮ জনের কাছ থেকে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার (০৮ নভেম্বর) বিকালে কটিয়াদী বাজার ও বেতাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরা করায় সংক্রামণ ব্যাধি নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, করোনা মহামারীর বিস্তার রোধে বাসার বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান চালানো হয়েছে। এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে। পাশাপাশি সবাইকে এই করোনাকালে মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ার নির্দেশ প্রদান করে।

এ সময় ভ্রাম্যমান আদালত পরচিালনায় সহযোগীতা করেন কটিয়াদী পৌরসভার স্যানটিারি ইন্সপক্টের দদিারুল আলম রাসেল ও কটয়িাদী মডেল থানার পুলশি সদস্যবৃন্দ।

(ডিডি/এসপি/নভেম্বর ০৮, ২০২০)