আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালে ইউপি চেয়ারম্যান লিটন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে দেয়া এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, সম্প্রতি লিটন মোল্লার বিরুদ্ধে নথুল্লাবাদে চাঁদাবাজি ও শ্রমিককে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান বেশ কিছুদিন কারাভোগ করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী ফৌজদারী মামলায় কোন জনপ্রতিনিধি আসামি হলে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। সেই বিধি মোতাবেক মন্ত্রণালয় থেকে ইউপি চেয়ারম্যান লিটন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

সূত্রমতে, বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অঘোষিত নিয়ন্ত্রক ছিলেন টেম্পু শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা। দখল, ভূমিদস্যুতা, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২০)