আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাক্স বাধ্যতা মূলক ব্যবহারের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলায়  মাস্ক না পরায় মঙ্গলবার বিকেলে ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতার লক্ষে ব্যবসায়ী, ইজিবাইক চালকসহ পথচারীদের মাঝে ফ্রি মাক্স বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিন থানা পুলিশের সহায়তায় গৌরনদী, আশোকাঠী, কাশেমাবাদ, মাহিলাড়া বাসষ্ট্যান্ডে দোকান্দার, ইজিবাইক চালকসহ পথচারীদের করোনাভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাক্স পরার জন্য সচেতন করেন। এসময় ওই সকল স্থানে সকলের মাঝে ফ্রি মাক্স বিতরণ করেন। অভিযানে মাক্স না পরায় ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিন জানান, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২০)