জে.জাহেদ, চট্টগ্রাম : বখাটে ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া অসহায় মা-বাবা। চার মাস যাবত মানবেতর জীবন যাপন করছেন। ঘটনাকি ঘটেছে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায়। ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রায় সময় মা বাবাকে গালিগালাজ করে মারধর করেন।

৯ নভেম্বর (সোমবার) মা সৈয়দা নুরুন ন্নেছা (৬০) বাদি হয়ে ছেলে মোহাম্মদসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অপর আসামিরা হলেন-সুমাইয়া শওকত চৌধুরী (২৭), শওকত আহাম্মদ চৌধুরী (৪৮), নেজাম উদ্দিন (৪৮) ও সৈয়দা নুর জাহান মুন্নি (৪০)।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, 'মা বাবাকে মারধরের ঘটনায় মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-০৬/২৬৬।' মামলার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

অপরদিকে, অবাধ্য ও উচ্ছশৃঙ্খল সন্তানের নির্যাতন থেকে প্রতিকার পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ দিয়েছেন বন্দর থানাধীন নিমতলা এলাকার হাশেম মেম্বার বাড়ির আলহাজ্ব মােহাম্মদ হাসেম। অভিযোগ পেয়ে সিএমপি কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।

অভিযোগ সূত্রে জানা গেছে, অসহায় পিতা আলহাজ্ব মােহাম্মদ হাশেম এর একমাত্র ছেলে মােহাম্মদ (৩০) বেসামাল জীবন যাপনে অভ্যস্ত। ছেলের অবাধ্য চালচলনে বাধা দিলে জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মাতাকে শারীরিকভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ৪ মাস যাবত তাঁরা ঘরের বাহিরে রয়েছেন। তখন থেকে অসহায় বৃদ্ধারা গৃহহীন হয়ে পড়েছেন। পরে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়ে মামলায় গেলেন মা বাবা।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, অভিযোগটি পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অসহায় পিতাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সিএমপি পুলিশ।'

(জেজে/এসপি/নভেম্বর ১১, ২০২০)