নারায়ণগঞ্জ প্রতিবেদক : উন্নয়নে খাতে একটি মানচিত্র তৈরি করতেই জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ম্যাটকো নামের একটি গার্মেন্টস পণ্য কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মজিনা বলেন, পোশাকখাতকে একটি মানচিত্রে রূপান্তরিত করতে হবে। এ খাতের উন্নয়নে একটি মানচিত্র তৈরি করতেই জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের খনিজ সম্পদ কয়লা, পাট বেশ সমৃদ্ধশালী। এ দেশের পাট গবেষণা একটি বড় চ্যালেঞ্জ। শুধু পাট ব্যবহার করে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। আমি ইতোমধ্যে এ দেশের ৬১ জেলা ঘুরেছি। বাংলাদেশ অনেক সমৃদ্ধশালী কিন্তু এ দেশের মানুষই বিষয়টি জানে না।

তিনি বলেন, ২০১৫-১৬ সালে বাংলাদেশে সাড়ে ৭৫ লাখ ডলার বিনিয়োগ করবে আমেরিকা। এভাবেই এশিয়ার বাঘে পরিণত হবে বাংলাদেশ। ইতোমধ্যে আমি আমেরিকান বাংলাদেশি প্রবাসীদের এ দেশের বিনিয়োগে আহ্বান জানিয়েছি। প্রবাসী বাংলাদেশিরা কম সুদে এ দেশে বিনিয়োগ করতে পারবেন।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)