গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : অর্ধ শতাব্দির স্বপ্ন পূরণ হল পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নবাসীর। এ দীর্ঘ সময় যাবত এ ইউপি’র নিজস্ব ভবন ছিল না। কমিউনিটি সেন্টারে চালানো হতো এ পরিষদের কার্যক্রম। 

মঙ্গলবার নিজস্ব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটলো। দীর্ঘ আকাঙ্খা পূরণ হল এলাকাবাসীর।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এস শাহজাদা আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা চেয়াম্যান মো. সাহিন, নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মো. মামুন আজাদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশ উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার।

(এসডি/এসপি/ডিসেম্বর ০১, ২০২০)